ডাক ডেক্স : সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এবার সন্তান জন্ম দেয়ার সৌভাগ্য অর্জন করেছেন ৮ নারী। মক্কা এবং মিনার হাসপাতালে এটিই ছিল হজের মধ্য রেকর্ড সংখ্যক শিশু জন্মের ঘটনা।
আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, মক্কার মা ও শিশু হাসপাতালে ৫ শিশু, আরাফাতে ২ এবং মিনায় ১ শিশু জন্ম গ্রহণ করেছে।
নারী হাজিদের তত্ত্বাবধানে হজের দ্বিতীয় দিন আরাফাতের ময়দানে ২ শিশুর জন্ম হয়।
সদ্য মা হওয়া নারীদের একজন ২৩ বছর রয়সী মায়মুনা আলী। আরাফাতের ময়দানে স্বামীর সঙ্গে হজের আনুষ্ঠানিকতা পালনের সময় তার প্রসব বেদনা উঠে। পরে ইস্ট আরাফাত হাসপাতালে নিলে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন।
এ দম্পতি নবজাতক পুত্রের নাম রাখেন মোহাম্মদ সালমান। সৌদি বাদশাহর সম্মানে তারা শিশুটির এ নাম রাখেন।
মা হওয়া অপর এক ৪০ বছর বয়সী লিবিয়ান নারী জাবাল আল রাহমা হাসপাতালে সন্তান প্রসব করেন। তিনি আরাফা ময়দানের নামে নবজাতক পুত্রের নামকরণ করেন।
হজ করতে এসে শিশুপুত্রের বাবা হতে পেরে ওই নারীর স্বামী আহসান ইউসুফ আনন্দ প্রকাশ করেন। সেই সঙ্গে হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।