নিজস্ব প্রতিবেদক :: সিলেট-২ (বিশ্বনাথ ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলের নির্বাচন নয়, এটি জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও রাষ্ট্রের ভবিষ্যৎ রক্ষার নির্বাচন।’ তিনি বলেন, ‘এই দেশের মানুষ আর দমন-পীড়নের রাজনীতি চায় না। মানুষ চায় ন্যায়বিচার, স্বচ্ছ নির্বাচন এবং জনগণের সরকার। সেই লক্ষ্যেই বিএনপি ১৭ বছর আন্দোলন করেছে।’
তারেক রহমানের নেতৃত্ব প্রসঙ্গে ইলিয়াসপত্নী লুনা বলেন, ‘বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান আজ শুধু বিএনপির নেতা নন, তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। প্রবাসে থেকেও তিনি দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, আন্দোলনে দিয়েছেন সাহসী নেতৃত্ব এবং ভবিষ্যৎ বাংলাদেশের একটি স্পষ্ট রূপরেখা উপস্থাপন করেছেন।’
<span;>বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করে লুনা বলেন, ‘গণতন্ত্রের প্রশ্নে আপসহীন এই নেত্রী আজও আমাদের অনুপ্রেরণা। তার সংগ্রামই আমাদের চলার পথের দিকনির্দেশনা।’ তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘ভয় নয়, বিভ্রান্তি নয়, ঐক্যই আমাদের শক্তি। আগামী নির্বাচনে জনগণের বিজয় নিশ্চিত করতে সবাইকে মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের বাংলা বাজারে ও পরে উপজেলা মহিলাদলের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া, শীতবস্ত্র বিতরণ ও শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা মহিলা দলের উদ্যোগে দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি মুসলিমা আক্তার চৌধুরী। এরআগে স্থানীয় বিএনপির উদ্যোগে শোকসভায় সভাপতিত্ব করেন প্রবীণ বিএনপি নেতা ইয়াছিন আলী। অনুষ্ঠানগুলোর বক্তব্যপর্ব শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
পৃথক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মইনুল হক চৌধুরী,জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মানিক মিয়া, মহিলা দলের নেত্রী সালেহা কবির শেপি, সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা রহমান দিনা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মো. এহিয়া, উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমেদ জনি, জেলা মহিলাদলের নেত্রী নাজমা বেগম, মহিলা দলের নেত্রী নুরুননাহার ইয়াসমীন, বিলকিছ আক্তার। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা রায়হান আহমদ, মাসুদ আহমদ, আব্দুল মান্নান, সৈয়দ মোফাজ্জল আলী, লুয়লুছ মিয়া, আপ্তাব উদ্দিন, লুৎফুর রহমান, চম্পা বেগম, সিজিল
আহমদ, শাপলা বেগম, আব্দুস সহিদ, ডা. আব্দুল হাই, বখতিয়ার উদ্দিন মেম্বার, যুবদল নেতা ইসলাম উদ্দিন, আনহার মিয়া, তাজুল ইসলাম আবির প্রমূখ।
