নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা হুমায়ূন কবির বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসান। দেখবেন তারেক রহমানের নেতৃত্বে দেশ কতদুর এগিয়ে যায়। বিশ্বনাথ- ওসমানীনগরই হবে আমার উন্নয়নের জনপদ। তিনি বলেন, নির্বাচনী এলাকায় আমি সবার কাছে যাবো। সবার সাথে বসবো। তিনি বলেন, বিএনপিতে কোন দখলবাজ, দূর্ণীতিবাজের ঠাঁই নেই। যারা এসব করার চেষ্ঠা করছেন তারা সাবধান হয়ে যান। আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌছে দিন। আমি আগামী নির্বাচনে এমপি নির্বাচিত হলে সিলেট-২ আসনকে উন্নয়নের মহাসড়কে পরিণত করব। উন্নয়নের মাঝেই আপনারা আপনাদের প্রিয় নেতা ইলিয়াস আলীকে খুঁজে পাবেন। তিনি বলেন নির্বাচন করলে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসন থেকেই নির্বাচন করবেন বলে নিশ্চিত করেন।
মঙ্গলবার বিকেলে বিশ্বনাথ সরকারি কলেজ সংলগ্ন মাঠে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা ও জনসম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া’র সভাপতিত্বে ও যুবদল নেতা আমির আলী এবং রুমেল আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সোহেল চৌধুরী, আবদাল মিয়া, যুক্তরাজ্য কলচেস্টার বিএনপির সভাপতি মিছবাহ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, খায়রুল আমিন আজাদ।
আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা ইউসুফ আলী, ইকবাল হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা সাজ্জাদুর রহমান সুহেল, জেলা ছাত্রদল নেতা তাজুল ইসলাম সাজু, যুবদল নেতা তারেক আহমদ, আব্দুল আহাদ, সেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপু, ছাত্রদল নেতা আব্দুর রব, রিজু মিয়া। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, ছাত্রদল নেতা নাঈম আহমদ।