জনগণের ৫ দফা দাবী মেনে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : বিশ্বনাথে অধ্যাপক আব্দুল হান্নান

বিশ্বনাথ রাজনীতি
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: সিলেট-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, জেলা দক্ষিণ জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, জনগণের ৫ দফা দাবী মেনে নিয়ে নির্বাচন দিন। তাছাড়া পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না। তিনি বলেছেন, একটি দল সরকার গঠন করবে বলে স্বপ্নের মধ্যে আছে। জামায়াতের পক্ষে জনগণের অবস্থা দেখে তারা ভয় পেয়ে গেছে। সরকারকে তারা এখন বিভ্রান্ত করছে। তিনি বলেন, দেশ স্বাধীন করতে মানুষ আত্মত্যাগ করেছে। সুন্দর দেশ গঠনে প্রয়োজনে আবারও আত্মত্যাগ করা হবে। আমরা সরকারকে আবারও সাবধান করছি জামায়াতে ইসলামীর সাথে জনগন রয়েছে। জামায়াতে ইসলামী আর কোন স্বৈরাচার মেনে নেবে না। দেশের ১৮কোটি মানুষকে নিয়ে দাবী দাওয়া আদায় করেই সরকার গঠন করবে জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর)  বিকেল সাড়ে ৩টায় সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরে কেন্দ্র ঘোষিত ৫দফা দাবীতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও সেক্রেটারী মতিউর রহমান এবং পৌর জামায়াতের সেক্রেটারী জাহিদুর রহমানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের এসিস্টেন্ট সেক্রেটারী নজরুল ইসলাম,  সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, উপজেলা জামায়তের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন,  পৌর জামায়াতের আমীর এইচএম আকতার ফারুক, নায়েবে আমীর আবদুস সোবহান।

এরআগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে উপজেলা সদরের ডাক বাংলোতে জমায়েত হয়। সমাবেশ শেষে বিশাল মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *