‎বিশ্বনাথে ধলা মিয়া চেয়ারম্যানের ‎ওপর হামলার মামলায় আসামি হলেন যারা ‎

বিশ্বনাথ সিলেট
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়ন পরিষদের ৪বারের নির্বাচিত চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার ওপর হামলার প্রায় সাড়ে ৪ মাস পর বিশ্বনাথ থানায় মামলা দায়ের হয়েছে। গত কাল বুধবার (১৯ সেপ্টেম্বর) রাতে চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বাদি হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে আরও ১২/১৩ জনকে অজ্ঞাতনামা রেখে বিশ্বনাথ থানায় এ মামলা দায়ের করেন। (মামলা নং-৯, তারিখ ১৮/৯/২৫ইং)।

‎মামলার অভিযুক্তরা হলেন-উপজেলার শাহজিরগাঁও গ্রামের মখলিছ আলীর ছেলে রায়হান আহমদ (৩০), জানাইয়া গ্রামের আবদুল খালিকের ছেলে সুজল মিয়া (২৮), একই গ্রামের তুতা মিয়ার ছেলে রুপা মিয়া (২৫), রামধানা গ্রামের আবদুল জব্বারের ছেলে আবদুর রহমান (৩৫), একই গ্রামের ছামছু মিয়া লালার ছেলে সোহাগ মিয়া (২৮), শিমুলতলা গ্রামের আরজুমন্দ আলীর ছেলে আবু সুফিয়ান (৪৭), রাজনগর গ্রামের আলকাছ আলীর ছেলে আমজাদ আলী (৩০), একই গ্রামের আরশ আলীর ছেলে শামীম আহমদ (২৮), ফিরোজ আলীর ছেলে সাবুল মিয়া (৩০), মনাফ মিয়ার ছেলে সাকিল আহমদ (৩০), টুকেরকান্দি গ্রামের আবদুল কাদিরের ছেলে কামরান আহমদ (৩০), টেংরা গ্রামের তেরা মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৩৭), বড় খুরমা গ্রামের আবদুস সালামের ছেলে আজাদ মিয়া (৩০), একই গ্রামের রাশিদ আলীর ছেলে আবদুল মছব্বির (৩৫)।

‎বাদি তার এজহারে উল্লেখ করেছেন, গত ২৮ এপ্রিল উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সমন্নয় সভায় মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বাদি জারালো বক্তব্য উপস্থাপন করেন। সভা শেষে দুপুর ২টার দিকে বাদি সিএনজি চালিত অটোরিকশা যোগে উপজেলা পরিষদের পাশে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে আসা মাত্রই পূর্ব হতে উৎপেতে থাকা আসামিরা যাহারা মাদক ও চোরাচালান ব্যবসায়ী বেআইনী জনতাবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাদির পথ গতিরোধ করে। এসময় বাদি জোরপূর্বক সিএনজি থেকে নামিয়ে হত্যা করার উদ্দেশ্যে হামলা করে। এতে বাদি আহত হন। এসময় আসামিরা ঘটনার একটি ভিডিও চিত্র মোবাইলে ধারন করে এবং বিভিন্ন অনলাইনে ফেইক আইডি দিয়ে প্রচার করে। আসামিরা বাদির মোবাইল ফোন, ব্রিটিশ ১হাজার পাউন্ড (যাহা বাংলাদশী টাকায় ১লাখ ৬০হাজার), আরও ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে বাদি এজহারে উল্লেখ করেছেন।

মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *