ইলিয়াস পত্নী আরও বলেন, বিগত ১৭বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করেছে বিএনপি। আন্দোলনের একটাই দাবি ছিল নিরপেক্ষ নির্বাচন। নির্বাচন তিনটি হয়েছে, কিন্তু ভোট হয়নি, জনগন ভোটাধিকার পায়নি। জুলাই আন্দোলনে ফ্যাসিস্টদের পতন হয়েছে। কিন্তু এখনও জনগন তাদের ভোটাধিকার ফিরে পায়নি।
তিনি বলেন, বিশ্বনাথ উপজেলায় বিএনপিকে সুসংগঠিত করতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন মোজাহিদ আলী। তিনি ইলিয়াস আলীর অত্যান্ত আস্তাভাজন ছিলেন। মোজাহিদ আলী জীবনের সবটুকু সময় বিএনপিকে দিয়েছেন। দলের প্রতি তার শ্রম, ত্যাগ ও অবদান বিশ্বনাথের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা অলংকারী ইউনিয়নের আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় হলরুমে বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মোজাহিদ আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অলংকারী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলতাব আলীর সভাপতিত্বে ও ইউকে অলংকারী ইউনিয়ন ট্রাস্টের সদস্য মাছুম বিল্লাহ, মইনুল ইসলাম ও জুবায়ের আহমদ সুমনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, সিলেট জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মোর্শেদ, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কয়েছ আহমদ, বিশ্বনাথ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম।
সভায় আরও বক্তব্য রাখেন, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খালেদ আহমদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমন, ট্রাস্টের সদস্য আলী আহবাব মাছুম, ফখরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা আশিকুর রহমান।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ইউকে অলংকারী ইউনিয়ন ট্রাস্ট পর্তুগাল যুবদল নেতা সুমন মিয়াসহ প্রমুখ। সভা শেষে শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় মোজাহিদ আলীসহ প্রয়াত বিএনপি নেতাদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।