নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথে অসামাজিক কাজে জড়িত থাকায় মিরাজ আলী (২৮), ও সাইকা ইসমাল (১৮) নামের এক তরুনীকে আটক করেছে বিশ্বনাথ থানা পুলিশ।
গতকাল (১৮ মে) মধ্যরাতে বিশ্বনাথ পুরান বাজার আল-হেরা মার্কেটের পিছনে হিন্দুপাড়া, থেকে, তাদেরকে আটক করা হয়।
আটককৃত মিরাজ আলী সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার আসামপুর (পাঁচগাও) গ্রামের দানিছ আলী ওরফে আনিছ আলীর পুত্র। বর্তমানে হিন্দুপাড়া মবশ্বর আলীর কলোনীর বাসিন্ধা। আর পতিতা সাইকা ইসলাম হচ্ছে নরসিংদী জেলার মনোহরদী থানার কাদিপুর গ্রামের মফিজ আলীর মেয়ে।
সুত্রে জানাগেছে, মিরাজ ওই তরুনীকে সিলেট বাসষ্ট্রেন্ড থেকে ভাড়া করে নিয়ে এসে তার ভাড়াটে কলোনীতে তোলে। বিষয়টি আশ-পাশের লোকজন টের পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ রাতেই দুজনকে আটক করে থানায় নিয়ে আসে।
আজ দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি এনামুল হক চৌধুরী।