নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর উইনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী রহমত আলীর ফিসারী (মাছ চাষের পুকুর) থেকে শাওন আহমদ (২০) এর লাশ পাওয়া গেছে। আজ সোমবার (২৮এপ্রিল) সকাল সাড়ে ৮টা দিকে পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায় শাওিনের ভাই সাজন। দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। শাওন চরচন্ডি গ্রামের মাসুক আলীর পুত্র।
জানাগেছে, প্রায় ১বছর যাবৎ উত্তর দৌলতপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী রহমত আলীর ফিসারীর কেয়ার টেকার হিসেবে কাজ করতেন শাওন ও তার ভাই সাজন। সকাল সাড়ে ৮টার দিকে শাওনের লাশ পুকুরের পানিতে ভেসে থাকতে দেখেন ভাই সাজন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শাওনের লাশ পোস্টমটেমের জন্য ওসমানী হাসপাতালে রয়েছে বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী। এ ব্যাপারে নিহত শাওনের পরিবারের কারো বক্তব্য নেয়ার চেষ্টা করেও পাওয়া যায়নি।