বিশ্বনাথ তিন প’লা’ত’ক আ’সা’মি গ্রে+ফ+তা+র

অপরাধ বিশ্বনাথ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে পুলিশের বিশেষ অভিযানে আপন ভাইসহ ৩ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে বিশ্বনাথ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ পৌরসভার  নরশিংহপুর গ্রামের মৃত আবদুল করিমের ছেলে আব্দুস সালাম (৩৭) ও আবূল কালাম (৩৫) ও উপজেলার লামাকাজী ইউনিয়নের মাহতাবপুর গ্রামের কিতাব আলীর ছেলে জিতু মিয়া (২০)।  বিশ্বনাথ থানা পুলিশ শুক্রবার রাতে ও শনিবার ভোর বেলায় পৃথক অভিযান চালিয়ে আসামীদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। আব্দুস সালাম ও আবুল কালামের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা রয়েছে।

সি.আর মামলা নং -৪৫(২০২৪)। এছাড়া আবুল কালামের বিরুদ্ধে জি.আর ৭৪(২০২৪) নম্বর মামলা রয়েছে। অন্যদিকে জিতু মিয়ার নামে ৯৭(২০২৪) নম্বর মামলা রয়েছে।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী জানিয়েছেন , বিশ্বনাথ থানার  একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় পৃথক পৃথক মামলা রয়েছে। আর এসব মামলায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারী  পরোয়ানা জারি করেন। এরপর থেকে আসামিরা পলাতক ছিলেন। গতকাল শনিবার তাদের আদালতে পাঠানো হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *