বিশ্বনাথে স্বামীর পিটুনিতে স্ত্রীর মৃত্যু : স্বামী আটক

অপরাধ বিশ্বনাথ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের বায়নপুর গ্রামে স্বামীর পিটুনিতে দিলারা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (৬ এপ্রিল) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনার পর রাত ৯টার দিকে ঘাতক স্বামী এখলাছ আলীকে (৫০) আটক করেছে পুলিশ।

নিহত দিলারা বেগম পাঁচ সন্তানের জননী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে রোববার দুপুরে স্ত্রী দিলারাকে মারধর করেন স্বামী এখলাছ আলী। একপর্যায়ে তিনি কানের পাশে প্রচণ্ড আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান দিলারা বেগম।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, “ঘটনার পরপরই আমরা অভিযুক্ত স্বামীকে আটক করেছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *