নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে গরুচোর সন্দেহে এক কিশোরের ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে। রোববার বিকেলে দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ডের মেম্বার লায়েক আহমদের মটুককোনা গ্রামের বাড়িতে ওই কিশোরকে নির্যাতন করা হয়।
ওই দিন রাতেই কিশোরটিকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসা না পেয়ে উন্নত চিকিৎসার জন্য সোমবার সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে নেয়া হয়েছে।
কিশোরের নাম ওলিউর রহমান (১৪), সে উপজেলার দেওকলস ইউনিয়নের মজনপুর গ্রামের দিনমজুর রোহেল মিয়ার ছেলে।
সোমবার গভীর রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই কিশোরের নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হলে বিশ্বনাথ তথা সিলেট জুড়ে তুলপাড় সৃষ্টি হয়।
কিশোর ওলিউরের পিতা রোহেল মিয়া জানান, তার ছেলেকে গরুচুরির অপবাদ দিয়ে মেম্বারের বাড়িতে নিয়ে নির্যাতন করে মটুককোনা গ্রামের মবশির আলীর ছেলে আব্দুল বারিকসহ কয়েকজন। এ ঘটনায় রোহেল মিয়া থানায় অভিযোগ দায়ের করেছে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ডের মেম্বার লায়েক আহমদ বলেন, আমি বাড়িতে থাকা অবস্থায় তার ওপর কোনো নির্যাতন করা হয়নি। আমি গ্রামের মুরব্বিদের কাছে রেখে অপর এক মেম্বারের বাড়িতে ইফতার মাহফিলে চলে যাওয়ার পরে তার ওপর নির্যাতন করা হতে পারে।
এ ব্যাপারে থানা ওসি এনামুল হক চৌধুরী বলেন, নির্যাতনের ভিডিও চোখে পড়ার সাথে সাথে আসামিদের গ্রেফতার করতে অভিযানে চলছে।