অনলাইন ডেস্ক :: নিজস্ব প্রতিবেদক :: আজ ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস। পৃথিবীর মানচিত্রে আজ লাল-সবুজের পতাকার স্থান পাওয়ার দিন। এদিন বাংলাদেশ নামে নতুন একটি স্বাধীন ভূখণ্ডের আত্মপ্রকাশ ঘটে ।
১৯৭১ সালের এই দিন দীর্ঘ ৯মাস রক্তক্ষয়ী যুদ্ধের শেষে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙালি। আজকের দিনটি তাই একদিকে যেমন এ দেশের মানুষের কাছে চিরকালের, চিরগৌরব ও আনন্দের, তেমনি একই সঙ্গে স্বজন হারানোর বেদনায় দিন। যে সব শ্রেষ্ঠ সন্তানের প্রাণের বিনিময়ে এই পতাকা ও মানচিত্র এসেছে, তাদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়েই এই দিবসের মহিমা প্রকাশ পাবে।
আজ সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন সিলেটের বিশ্বনাথ মডেল প্রেসক্লাব নেতৃবৃন্দ। সকাল ১০ টায় উপজেলা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন শেষে মুক্তিযোদ্ধা সংবর্ধনায় আগত বীর মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় ও উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় মেলার স্টল পরিদর্শর করেন প্রেসক্লাব নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল), আশিক আলী (যুগান্তর), ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না (যায়যায়দিন), সাধারণ সম্পাদক নবীন সোহেল (কালবেলা), অর্থ সম্পাদক আব্দুস সালাম (ইনকিলাব), সদস্য আক্তার আহমদ শাহেদ (মানবজমিন), সালেহ আহমদ সাকী (শ্যামল সিলেট), রুহেল উদ্দিন (গণমুক্তি), বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ)।