বিশ্বনাথে বাসের ধাক্কায় টমটম চালকের মৃত্যু : আহত-৩ যাত্রী

অপরাধ বিশ্বনাথ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে ঘাতক বাসের ধাক্কায় মো: জলাল মিয়া (৫৫) নামের এক টমটম চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৫নভেম্বর) সন্ধা সাড়ে ৭টার দিকে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের ময়নাগঞ্জ পীরের বাজারের মধ্যবতী স্থানে ঘটনা ঘটে।

টমটম চালক জলাল মিয়ার বাড়ি হবিগঞ্জ জেলা শায়েস্তাগঞ্জ থানার ব্রাম্মনডুবা গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে পীরের বাজার কালাম মিয়ার ভাড়াটে বাসায় এক ছেলে এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে বসবাস করে আসছিলেন। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়কে আগুন জ¦ালিয়ে অবরোধ করে রাখলে প্রায় তিন-চার ঘন্টা বিশ^নাথ-জগন্নাথপুর সড়কে যান বন্ধ হয়ে যানযটের সৃষ্টি হয়।

স্থানীয় সুত্রে জানাযায়, জগন্নাথপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী (সিলেট জ-১১-০৬৮৩) একটি বাস পীরের বাজার অতিক্রম করে ময়নাগঞ্জ বাজারের পূর্বে খরাগঞ্জে আসা মাত্রই অটো রিক্সা (টমটমে) ধাক্কা দিয়ে চালক বাস নিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান টমটম চালক জলাল মিয়া।

স্থানীয়রা জানিয়েছেন টমটম গাড়িতে থাকা আরো ৩যাত্রী গুরুত্বর আহত হয়েছেন। পথচারিরা আহতদেও দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ায় তাৎক্ষনিক আহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে উপজেলা ভুমি কর্মকর্তা, থানা পুলিশ , দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ খান ও পরিবহন সেক্টরের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাস চালকে খুজে দৃষ্টান্তমুলক শাস্তি আওতায় আনা হবে বলে আশ্বাস দিলে উত্তেজিত জনতা অবরোধ তুলে নেয়। ঘটনাস্থলে থাকা পুলিশের এসআই আব্দুন নুর জানান, লাশ ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

উপজেলা ভুমি কর্মকর্তা আলাউদ্দিন কাদের বলেন, নিহতের পরিবারকে ৫হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। বাস চালককে খুজে দ্রæত আইনের আওতায় আনা হবে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *