ওসমানী হাসপাতালে ডেঙ্গু রোগীদের ফ্রি সেবা দিতে পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

Uncategorized
শেয়ার করুন

ডাক ডেক্স : সিলেট ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগের টেস্ট থেকে শুরু করে সকল চিকিৎসা সেবা ফ্রি দেয়ার নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন।
তিনি (৩১জলাই) বুধবার  সকালে হাসপাতালের পরিচালককে মোবাইল  ফোনে এ নির্দেশ দেন।
গত ২৪ ঘন্টায় ওসমানী হাসপাতালে ১৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসাধীন থাকা ৬ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। নতুন ভর্তি হওয়াদের মধ্যে ১ জন শিশু, ৩ জন মহিলা ও ১০ জন পুরুষ।
ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে- হাসপাতালে ডেঙ্গু সনাক্ত করার জন্য এন্টিজেন, এন্টিবডি টেস্ট করার ব্যবস্থা ছিল না। তবে আজ থেকে তা শুরু করা হয়েছে। আর রোগীদের সেবা নিশ্চিত করতে তারা সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ আরো জানায়- ওসমানী হাসপাতালে সর্বপ্রথম ডেঙ্গু আক্রান্ত হয়ে এক রোগী ভর্তি হন গত ৭ জুলাই। এরপর মাঝে-মধ্যে এক-দুজন করে ভর্তি হচ্ছিলেন। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ওসমানীতে এসেছেন ৫৯ জন। এর মধ্যে এক রোগীর স্বজনরা তাকে নিয়ে গেছেন ঢাকায়। আর ২০ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরেছেন বাড়িতে। বাকি ৩৮ জন এখনও আছেন হাসপাতালে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *