অক্টোবরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭৭ জন: বিআরটিএ

অপরাধ জাতীয় সারাদেশ
শেয়ার করুন

অনলাইন ডেস্ক :: চলতি বছরের অক্টোবর মাসে সারা দেশে ৪০৫টি সড়ক দুর্ঘটনায় ৩৭৭ জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪১৫ জন। রোববার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান মো. ইয়াসীন স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে মোটরকার-জিপ দুর্ঘটনায় ৯ জন, বাস-মিনিবাস দুর্ঘটনায় ৪২ জন, ট্রাক-কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৮২ জন, পিকআপ দুর্ঘটনায় ১২ জন, মাইক্রোবাস দুর্ঘটনায় দুইজন, মোটরসাইকেল দুর্ঘটনায় ১১০ জন, ভ্যান দুর্ঘটনায় ১২ জন, ট্রাক্টর দুর্ঘটনায় একজন, ইজিবাইক দুর্ঘটনায় ১৪ জন, ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ১৮ জন, অটোরিকশা দুর্ঘটনায় ৩৪ জন ও অন্যান্য যান দুর্ঘটনায় ৭৯ জন রয়েছেন। বিভাগভিত্তিক নিহতদের মধ্যে ঢাকা বিভাগে ১১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯ জন, রাজশাহী বিভাগে ৪৭ জন, খুলনা বিভাগে ৩৪ জন, বরিশাল বিভাগে ২২ জন, সিলেট বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন রয়েছেন। সারা দেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান বিভাগীয় অফিসের মাধ্যমে সংগ্রহ করা করা হয়েছে বলেও প্রতিবেদনে জানিয়েছে বিআরটিএ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *