অনলাইন ডেস্ক :: অপারেশনের ৪৫ দিন পর ধরা পড়লো রোগী পেটে প্যাডের অস্তিত্ব ! জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তারিন নামে ওই প্রসূতি এখন আল-হারামাইনে ভর্তি হয়েছেন। প্রসূতির স্বামী রাহুল জানায় – গত ২৭ সেপ্টেম্বর তার স্ত্রী তারিনকে সিজারিয়ান অপারেশন করান সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে l
এরপর বাড়িতে নিয়ে যাওয়ার পর থেকে ব্যাথা অনুভব করে l পরবর্তীতে গত ২৩ অক্টোবর শাহপরান মাজার সংলগ্ন সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক পরীক্ষা দেয় l এতে পেটের জরায়ু থলিতে কিছু একটার অস্ত্বিত্ব পাওয়া যায় l পরে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা একটা আস্ত প্যাড বেড় করে আনেন l রোগীর অবস্থা বিবেচনা করে সেখানকার চিকিৎসকরা দ্রুত ভাল হাসপাতালে ভর্তির পরামর্শ দেন l
এরপর রোগীর দ্রুত আলহারামাইন হাসপাতালের ৯ তালার ৯১৭ কেবিনে ভর্তি করা হয় l রোগীর স্বামী রাহুল আরো জানান – পেটের যে স্থানে প্যাডটি একমাসের উপর ছিলো সেই জায়গাটিতে পচন ধরেছে l এখানে চিকিৎসা চলছে l দিন দিন অবস্থা খারাপ হচ্ছে রোগীরl এ ব্যাপারে উইমেন্স মেডিকেল কলেজের পরিচালক ও মহানগর বিএনপির সেক্রেটারির ভাই চেয়ারম্যান ইমদাদ হোসেন চৌধুরী বলেন- বিষয়টি আমরা এখন জানলাম l যদি আমাদের হাসপাতালে এমন ঘটনা ঘটে তাহলে ভুক্তভোগী রোগীর চিকিৎসার খরচ আমরা বহন করব।