অনলাইন ডেস্ক :: মধ্যস্থতা ভোগী ও কয়েক দফা হাত বদলের কারণে ডিমের দাম কমছে না বলে দাবি করেছেন ব্যবসায়ী নেতারা। তারা বলছেন, চাঁদাবাজি আগের মতোই আছে, শুধু মুখগুলো পরিবর্তন হয়েছে।
বাজার ঘুরে দেখা যায়, ডিমের দাম যেন কিছুতেই কমছে না। আস্তে আস্তে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এক ডজন ডিমের দাম ১শ’ ৬০ টাকা থেকে ১শ’ ৭০ টাকা।
এদিকে জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর বলছে, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে কোনো লাভ হবে না, যদি না তাদের বিবেক জাগ্রত না হয়।
সারাদেশে প্রতিদিন প্রায় ৪ কোটি ডিম উৎপাদন হয়। তবে চাহিদার তুলনায় তা কিছুটা কম বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।