নিজস্ব প্রতিবেদক :: সিনিয়র সাংবাদিক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার নিয়মিত কলামিষ্ট এএইচএম ফিরোজ আলী বলেছেন, শিক্ষা কোন বিনিময় পণ্য নয়। শিক্ষা মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটায়। সু শিক্ষা বিবেকের জাগরণ সৃষ্টি করে দেশ প্রেম ও নীতি নৈতিকতা সৃষ্টির মাধ্যমে নিজেকে গড়ে তুলার নামই সুশিক্ষা। আজকের সমাজ ব্যবস্থায় শিক্ষিত লোকের বিরুদ্ধে সমাজের বিস্তর অভিযোগ বিদ্ধমান। তাই শিক্ষার্থীদের নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে চরিত্র গঠন করে সুশিক্ষিত হওয়াই মূল লক্ষ্য থাকা উচিৎ।
তিনি আজ বিশ্বনাথের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজের কৃতি সম্ভর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। কলেজের অধ্যক্ষ মনোয়র হোসেনরে সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ বলেছেন, আজকের শিক্ষার্থী দেশ ও জাতির কর্ণধার। তারা মানুষ হওয়ার উপযুক্ত সময় এখনই। যারা এসএসসিতে কৃতিত্ব করেছেন তারা আগামিতেও অনুরূপ ফলাফল করে দেশের বিভিন্ন নামি-দামি প্রতিষ্ঠানে ভর্তি হয়ে বিশ্বনাথের সুনাম অর্জন করবেন এটাই আমার প্রত্যাশা।
রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান এর পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব রাখেন, সিনিয়র শিক্ষক প্রতিষ্ঠানের শিক্ষক কাজল দত্ত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন একলিমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফখর উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদ মখদ্দুস আলী, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জালাল, বিশ^নাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সুহেল, উপজেলা আওয়ামীলীগের সদস্য নিজাম উদ্দিন।
সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৬ষ্ঠ শ্রেণীল শিক্ষার্থী ইয়াসরি আরাফাত, গীতা পাঠ করেন, অহনা পাল মনীষা। অধ্যক্ষ কৃতি শিক্ষার্থীদের মধ্যে বিশে^র শ্রেষ্ট মহামানব হযরত মোহাম্মাদ (সা.) জীবনি ও অন্যান্য বই ও ক্রেষ্ট ও নগদ টাকা প্রদান করেন।
কৃতি শিক্ষার্থীরা হচ্ছেন, মোছা: ফাতেমা আক্তার, নাদিয়া বেগম, মাহিমা আক্তার, সুইজানা আক্তার, তাসমিনাহ আহমদ প্রমি, সাদিয়া আহমদ আলী, নাবিলা জাহান লুপা, ছাদিয়া বেগম, সুমাইয়া আক্তার, অহনা পাল মনিষা, বাধর দেব, রেজুয়ান আহমদ সাকিব, লামিয়ান আবির রাজ, মিনজাদুর রহমান হাবিব, তারেক আহমদ মাসুম, মাহি আহমদ, ইফতেখার আহমদ মোকাম্মিল, ইমতাজুর রহমান সিয়াম, মেহেদী হাসান সাফি, আবুল মোশারফ সামি, নজিবুল ইসলাম, নাবিল মোক্তাদির, শেখ মো: আব্দুল্লা আল সাকিব, রিমন তাহসান হৃদয়, জুবায়ের আহমদ, প্রমুখ।