নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশ্বনাথ উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বিশ্বনাথ বাসিয়া ব্রিজের সম্মুখে সুবিধাবঞ্চিতের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপজেলা ছাত্রদলের সভাপতি হোসাইন আহমদ প্রবেলের সভাপতিত্বে সদস্য সচিব ফাহিম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান।
বক্তারা বলেন, ছাত্রদল একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন। এই সংগঠনের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশ্বনাথ উপজেলা ছাত্রদল আজকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে যে শীতবস্ত্র বিতরণ করেছে, যা সমপোযোগী, তেমনি প্রশংসনীয়ও। অতীতের ন্যায় বর্তমান এবং ভবিষ্যতেও বিশ্বনাথে ছাত্রদল তাদের আদর্শ ও ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে কাজ করে যাবে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল জলিল জালাল, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, পৌর কৃষকদলের আহ্বায়ক নুর আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান বাবুল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শানুর আলী, আব্দুল কাইয়ুম, নূর উদ্দিন সামি, আরেফিন আহমেদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বকুল, মোবারক হোসেন রাজু, ছাত্রদল নেতা মাছুম আহমদ, জাবের উদ্দিন, আব্দুল কাদের, আব্দুল ওয়াদুদ, শামছুল আলম, আব্দুল মোস্তাকিন, সৌরভ আহমেদ, ইমরান আহমদ, মাহফুজ, সোহেব আহমেদ, হাসান আলী মামুন, এবার আহমদ, লায়েক আহমদ, সাজু আহমেদ, সুফিয়ান, সোহেল, আব্দুল্লাহ, সাকিব, হেলাল, রুবেল প্রমুখ।