হজে গেলে করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক

Uncategorized
শেয়ার করুন

যারা হজ্বব্রত পালনে ইচ্ছুক, তাদের জন্য করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক করেছে সৌদি  সরকার।

বিশেষ করে বিভিন্ন দেশ থেকে হজ্বে অংশ নিতে আসা ব্যক্তিদের অবশ্যই করোনাভাইরাস প্রতিরোধমূলক ভ্যাকসিন গ্রহণ করতে হবে বলে জানিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়।

গতকাল সোমবার সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবিয়া।

মহামারী প্রতিরোধে বিশেষায়িত অ্যাপ ‘এতেমারনা’ ও ‘তাওয়াকালনা’ প্রবর্তন-সহ হজ্ব পালনে যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই নিতে শুরু করেছে সৌদি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়।

বিগত বছরের অভিজ্ঞতার আলোকে আসন্ন হজ্ব ব্যবস্থাপনাকে আরো অংশগ্রহণমূলক করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে তারা।

এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হজ পালনের এলাকায়, বিশেষ করে মক্কা-মদিনার প্রতিটি প্রবেশদ্বারে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক জনবল নিয়োগ করা হবে, যারা অংশগ্রহণকারীদের সুষ্ঠু এবং স্বাস্থ্যসম্মতভাবে হজ্ব পালনে সহযোগিতা করবেন।’


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *