বিশ্বনাথ প্রতিনিধি : মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা ‘মানস’র প্রতিষ্ঠাতা এবং একুশে পদপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছেন। আর এই স্মার্ট সাংলাদেশ গড়তে হলে যুব সমাজের কোনো বিকল্প নেই। তাই যুবকরা মাদকদ্রব্যের মরণ নেশার ফাঁদে না পড়ে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করতে হবে। ফলে যুবকদের নেশামুক্ত রাখতে অভিভাবকসহ সমাজের সচেতন লোকজনকে কাজ করার আহবান জানন।
তিনি শনিবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের বড় খুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। বড় খুরমা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ও ড. অরূপ রতনের নিজস্ব অর্থায়নে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
বড় খুরমা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আতকিুর রহমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা রোহান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আ’লীগ নেতা নজরুল ইসলাম, মাও: ছাইফুর রহমান ও বড় খুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওলিউর রহমান।