স্মার্ট বাংলাদেশ গঠনে জনসংখ্যা নিয়ন্ত্রনে রাখতে হবে : ইউএনও ওসমানীনগর

সিলেট
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেকদ : ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলীমা রাহানা বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে জনসংখ্যা নিয়ন্ত্রনে কোন বিকল্প নেই। আয়তন ও মানুষের আয়ের চেয়ে জনাধিক্ষ হলে মেধাবি জাতি গঠন অসম্ভব হয়ে পড়ে। তাই গণসচেতনতা সৃষ্টির লক্ষে ব্যাপক প্রচারের মাধ্যমে জনসংখ্যা কার্যক্রমের প্রসার ঘটবে। তিনি ছোট পরিবার সুখি পরিবার গঠনে কার্যক্রম পরিচালনায় গুরুত্বারোপ করেন।

বুধবার (২২নভেম্বর) ওসমানীনগর উপজেলা পরিষদ হলরোমে ৯থেকে ১৪ডিসেম্বও পর্যন্ত সপ্তাহ ব্যাপি পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাল্গুনি ভট্টাচার্জের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ডা: নুসরাত জাহান মৌরসী, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, দারিদ্র বিমোচন কর্মকর্তা মো: হেলাল উদ্দিন, সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মুকিত, কমিউনিটি মেডিকেল অফিসার সফিক আহমদ, বিশ্বজিৎ তালুকদার, পরিবার কল্যাণ পরিদর্শিকা ছবি রাণী দত্ত, পরবিার পরিকল্পনা পরিদর্শক মো: আব্দুর রব।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিবার কল্যাণ পরিদশিকা রিতা রানী চন্দ, পপি রায়, সম্পা রানী ঘোষ, মঞ্জু শ্রী দাস সুমা, বিনা পানি নাথ, জ্যোতি রানী দাস, পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজীব ভট্টাচার্জ, জয়ন্ত দেব, অরুণ দাস, শ্যামলি রানী দাস, সে গুপ্তা চৌধুরী, শাহিনা বেগম প্রমুখ।

সভার সভাপতি ডা. ফাল্গুনি ভট্টাচার্জ সফল ভাবে সেবা সপ্তাহ পালনের জন্য কর্মচারিদের সুনিদিষ্ট দিক নির্দেশনা দিয়ে সঠিক ভাবে কার্যক্রমে সকলকে অনুরোধ জানান।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *