নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক, সিলেট-২ আসনের আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারনে বাংলাদেশ আজ বিশ্বে সুনাম অর্জন করেছে। দেশের উন্নয়নে শেখ হাসিনার দক্ষতা বিশ্বে বিস্ময় সৃষ্টি করেছে। তাই সরকারের উন্নয়ন প্রচার করতে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার একজন কর্মী হিসেবে সিলেট-২ আসনে আমি মনোনয়ন পাওয়ার আশা করছি। যদি নেত্রী আমাকে যোগ্য মনে করে মনোনয়ন প্রদান করেন, তাহলে এই এলাকার মানুষের উন্নয়নে নিজেকে বিলিয়ে দেব। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যাকে নৌকা প্রতীক দিবেন, তার সাথে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে প্রস্তুত রয়েছি।
তিনি ৫ ফেব্রুয়ারী শনিবার রাতে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের বেতসান্দি গ্রামে যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা রফিক মিয়ার বাড়ীতে এলাকাবাসীর সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অলংকারী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট মুরববী তবরাক আলীর সভাপতিত্বে ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য যুবলীগ নেতা সিতার মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য কলামিষ্ট এএইচএম ফিরোজ আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক আহমদ, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, ফ্রান্স আওয়ামীলীগের সাধারন সম্পাদক দিলোয়ার হোসেন কয়েছ| অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ফখরুল ইসলাম মতছিন, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা মোহাম্মদ মহব্বত শেখ, দক্ষিণ সুরমা আওয়ামীলীগের অন্যতম নেতা মোঃ আব্দুর রব, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্বোয়াজিদুল হক তুহিন, নবগঠিত বিশ্বনাথ পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, আনোয়ার আলী, নিজাম উদ্দিন, রফিক আলী, যুবলীগ নেতা রুহেল খান, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারতী দাস পাপ্পু, ছাত্রলীগ নেতা রুহেল মিয়া, রেহান মিয়া, গালিব আহমদ।
আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা বশির আহমদ, আছাব উদ্দিন, শাহ তাজুল ইসলাম মাইকেল, জহুর আলী মেম্বার, লায়েক আহমদ জিকু, আমির আলী, তাজুল ইসলাম, শাহ আলম খোকন, আব্দুল মুতলিব, হানিফ আলী, খালেদ মিয়া, সোহাগ মিয়া, শাহ আলম রিপন, আশরাফুল ইসলাম রাজ, রাসেল আহমদ প্রমুখ।