সিলেটে ১২লাখ টাকার ভারতীয় পেঁয়াজসহ আটক-৪

অপরাধ সিলেট
শেয়ার করুন

ডাক ডেস্ক : সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১২ লাখ ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় পেঁয়াজ জব্ধ করা হয়েছে। এ সময় একটি কাভার্ড ভ্যানসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- কাভার্ডভ্যানচালক যশোরের শার্শার মো. খায়রুজ্জামান শাপলা ও মো. সাগর ইকবাল, সিলেটের জৈন্তাপুরের নাইম আহমদ ও গোয়াইনঘাটের মো. আশিকুর রহমান।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিবাগতরাত আড়াইটার দিকে শাহপরাণ রহ. থানাধীন চকগ্রাম দাসপাড়া এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও পোঁয়াজ জব্দ করা হয়।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানকালে ২৫৬ বস্তাভর্তি ১২ হাজার ২৮৮ কেজি ভারতীয় পেঁয়াজ আটক করা হয়। এই বিপুল পরিমাণ পেঁয়াজের বাজার মূল্য কমবেশি ১২ লাখ ২৮ হাজার ৮০০ টাকা। আটকদের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশ-এসএমপির শাহপরাণ রহ. থানায় মামলা রুজু করা হয়েছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *