ডাক ডেক্স : সিলেটের গোয়াইনঘাটে ২২৪ বস্তা ভারতীয় আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনি, একটি টিভিএস মোটরসাইকেলসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে গোয়াইঘাট থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাহবুবুর রহমান (২৭), উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের হাজীপুর গ্রামের আব্দুর রশিদের পুত্র।
পুলিশ সূত্রে জানাগেছে, শনিবার (২ আগস্ট) ভোররাতে গোয়াইনঘাট থানার এসআই জহিরুল ইসলাম পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি গ্রামের ইছামতী নদীরপার থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০ কেজি ওজনের ১২১ বস্তা ভারতীয় চিনি আটক করেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চিনির মালিক বুগইলকান্দি গ্রামের নূরুল আমিনের ছেলে সজিব মিয়া (২৫) এবং মৃত হাবিব আলীর দুই ছেলে আকবর আলী (৫০) ও আমির আলী (৪২), উভয় পালিয়ে গেছে বলে পুলিশ জানায়।
অপর দিকে, গোয়াইনঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর বাজার থেকে ৫০ কেজি ওজনের ৩ বস্তা ভারতীয় চিনি, লাল কালো রঙের একটি টিভিএস মোটরসাইকেল আটকসহ মো. মাহবুবুর রহমানকে আটক করেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বলেন, চোরাচালানের সাথে যারা জড়িত তাদের চিহ্নিত এবং গ্রেফতারে গোয়াইনঘাট থানা পুলিশ গুরুত্বের সাথে কাজ করছে।