সাংবাদিক সালমান ফরিদের পিতার ইন্তেকাল

বিশ্বনাথ সিলেট
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ::  সিলেটের পরিচিত মুখ সাংবাদিক সালমান ফরিদের পিতা বিশ্বনাথ উপজেলার কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী মহি উদ্দিন আহমদ (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার (১ জানুয়ারি) ভোর ৪টা ৪৫ মিনিটের সময় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহি উদ্দিন আহমদ দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধিতে ভোগছিলেন।

মৃত্যুকালে মহি উদ্দিন তিন ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার বেলা ২টায় মরহুমের নামাজে জানাজা তার গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার গন্ধার কাপনে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।

মহিউদ্দিন আহমদ ১৯৫৩ সালের ১৩ নভেম্বর সিলেটের বিশ্বনাথ উপজেলার নরশিংপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আনজুমানে আল ইসলাহের একনিষ্ঠ কর্মী ছিলেন। সংগঠনের কালিগঞ্জ বাজার আঞ্চলিক শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। কালিগঞ্জ বাজারে অবস্থিত আল ইর্শাদ লতিফিয়া দাখিল মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা।

সালমান ফরিদ দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান, দৈনিক শুভ প্রতিদিনের বার্তা সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *