সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী অ্যাড. গিয়াস উদ্দিন আহমদের মত বিনিময়

বিশ্বনাথ রাজনীতি
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাথে মতবিনিময় করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ। 

বৃহস্পতিবার (মে) বিকেলে থানা শদরের একটি হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

সভায় তিনি বিশ্বনাথ উপজেলাকে ‘উন্নয়ন-সমৃদ্ধি ও শান্তির জনপদ’ বিনির্মানের মাধ্যমে ‘স্মার্ট উপজেলা’ গড়তে ৮মে নির্বাচনে সাংবাদিকবৃন্দসহ উপজেলা সর্বস্তরের ভোটারবৃন্দ ‘আনারস’ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে সকলের প্রতি অনুরোধ জানান।

তিনি বলেন, করোনা-বন্যাসহ সকল দুর্যোগের সময় আমি উপজেলাবাসীর পাশে ছিলাম, আছি এবং থাকব। ব্যাপকহারে মানুষের কল্যাণে কাজ করার জন্য আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। জেলা পরিষদের সদস্য থাকাকালে সততা ও নিষ্ঠার সাথে মানুষের নিজের দায়িত্ব পালন করেছি। তাই ওয়াদা করছি উপজেলাবাসীর ভোটে আমি নির্বাচিত হলে যেমন নিজে কোন প্রকার দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকব না, তেমনি কোন দুর্নীতিবাজকেও প্রস্থয় দেব না। উপজেলা পরিষদটি হবে জনতার, সমবন্টনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে সকল উন্নয়ন প্রকল্প।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *