শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে বিশ্বনাথ প্রশাসনের প্রস্তুতি সভা

Uncategorized
শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক বর্ণালী পালের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, এসআই ফজলুর রহমান, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে, সহ সভাপতি রুপক কুমার দে, সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু।

বক্তব্য রাখেন জানাইয়া পূজা মন্ডপের সভাপতি নিশি কান্ত পাল, সদর পূজা মন্ডপের সভাপতি শংকর দাশ শংকু, দশঘর হরিনাম মন্ডপের সভাপতি নন্দ লাল দে, কালীবাড়ি মন্ডপের সাধারণ সম্পাদক তন্ময় দে, শনি মন্দির পূজা মন্ডপের সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে, হরিনাম পূজা মন্ডপের সভাপতি নন্দ লাল বৈদ্য, শিব ও দূর্গা বাড়ি পূজা মন্ডপের সাধারণ সম্পাদক বিষ্ণু দেব, ত্রি-নয়নী পূজা মন্ডপের সাধারণ সম্পাদক শিল্টু বৈদ্য, সূর্যোদয় সনাতন পূজা মন্ডপের সভাপতি মিন্টু মালাকার, বৃন্দাবন জিউর আশ্রম পূজা মন্ডপের সাধারণ সম্পাদক পার্থ সারথী দাশ পাপ্পু।

সভাতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সম্পাদক আবদুল মতিন, প্রচার সম্পাদক নিখিল পাল, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য আশিক আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক বিভাশু গুন বিভু, বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দের মধ্যে মলয় সোম চৌধুরী, কাবিন্দ্র কুমার দে, শ্যামল দাশ, টপেশ বৈদ্য, বিজয় বৈদ্য বারীন্ড, বিজিত পাল, সুমন দেব, কালাচান্দ বৈদ্য, পবিত্র রঞ্জন দাশ, নকুল বর্ধন, বিধান বৈদ্য, চন্দন দেব, রিপন দাশ, দিপক দাশ, অজিত বৈদ্য, হারান পাল, শিমুল মালাকার, বিষু দেব, বিকাশ দত্ত, রানা সরকার, গোপাল রঞ্জন গোস্বামী, নির্মল দেবনাথ, প্রদীপ সূত্রধর, সুজিত বৈদ্য, ভোষণ কর, সুমন কর, রিন্টু কর, সুব্রত চন্দ দে, বিজয় বৈদ্য প্রমুখ ।

উল্লেখ্য এবছর উপজেলার আট ইউনিয়নে ২৫টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে ২২টি মন্ডপে সার্বজনীন ও ৪টি মন্ডপে ব্যক্তিগত উদ্যোগে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ২২ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দূর্গাপূজা আর ২৬ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে। এবছর দেবী দূর্গা আগমন হচ্ছে দোলায় ও গমণ করবেন গজে। ২২টি সার্বজনীন পূজা মন্ডপে সরকারি বরাদ্ধ হিসেবে ৫০০ কেজি করে চাল বরাদ্ধ দেয়া হয়েছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *