রোমানিয়ার এম্বেসিতে পাসপোর্ট জমা দিতে গিয়ে প্রাণ গেল সিলেটের যুবকের

জাতীয় সিলেট
শেয়ার করুন

ডাক ডেস্ক : রোমানিয়ার এম্বেসিতে (ভারতে) পাসপোর্ট জমা দিয়ে রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন নাহিদুল ইসলাম মারুফ (২০) নামে সিলেটের এক যুবক। শনিবার ভোর রাত ৪টার দিকে ভারতের দিল্লিতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। সে সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের রঘুরাশি গ্রামের মাওলানা আব্দুল হকের ছেলে।

জানা যায়, উচ্চতর জীবনের জন্য প্রায় ১৬ দিন আগে রোমানিয়ার ভিসার জন্য ভারতে যান। শুক্রবার রোমানিয়ার এম্বেসিতে পাসপোর্ট জমা দিয়ে বাসায় ফিরেন। শনিবার ভোর ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ৩ ভাই ও ২ বোনের মধ্যে সে দ্বিতীয়।

বিষয়টি নিশ্চিত করে মারুফের বাবা ও বীরশ্রী রহমানিয়া ইবতেদিয়া মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হক বলেন, নভেম্বরে রোমানিয়ার ভিসা নিয়ে দেশে আসার কথা ছিল। কিন্তু তার আগেই পুত্রহারা হলাম বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, বর্তমানে তার লাশ দিল্লির নেজাম উদ্দিন আউলিয়ার মাজারের পাশে একটি হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার পর লাশ দেশে আনা হবে। তবে কখন আসবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *