রাশিয়ার বিমানটি বিধ্বস্ত, সব আরোহী নিহতের শঙ্কা

আন্তর্জাতিক সারাদেশ
শেয়ার করুন

অনলাইন ডেস্ক :: রাশিয়ায় নিখোঁজ হয়ে যাওয়া অ্যান-২৪ মডেলের যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়েছে। আমুর অঞ্চলে ওই বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিমানটির কেউই বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে।

এক বিবৃতিতে রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি এমআই-৮ হেলিকপ্টার বিমানের পোড়া ফিউসেলাজ দেখতে পেয়েছে।

এর আগে স্থানীয় ইমার্জেন্সি মন্ত্রণালয় বলেছে, বিমানটি সাইবেরিয়াভিত্তিক এনগারা এয়ারলাইনের। এটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের উদ্দেশে যাওয়ার পথে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
প্রাথমিক তথ্যের ভিত্তিতে আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ বলেছেন, বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন।

সুত্র :: দৈনিক কালবেলা


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *