রাজধানীতে বাসের পর ট্রেনে আগুন : ৪ জনের মৃত্যু

Uncategorized
শেয়ার করুন

ডাক ডেস্ক : রাজধানীর গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুনের ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত চার জন প্রাণ হারিয়েছে। অগ্নিকাণ্ডে বেশ কয়েকজনের দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। 

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে আগুনের এ ঘটনা ঘটে।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন রাত সাড়ে ১০টার দিকে গণমাধ্যমে ব্রিফিংয়ে জানান, র‌্যাব-বিজিবি সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় ট্রেনের ‘চ’ বগি থেকে চার জনের মরদেহ উদ্ধার করেন। পরে আরও একজনের মরদেহ উদ্ধারের কথাও জানান তিনি।

তিনি বলেন, রাত সোয়া ৯টার দিকে আমরা আগুন লাগার খবর পাই। আগুন কীভাবে লেগেছে, এটি নাশকতা কী না,তা র‌্যাবের গোয়েন্দারা তদন্ত করছেন। অনেক প্রত্যক্ষদর্শী বলেছেন, ট্রেনটিতে আগুন লাগে সায়েদাবাদ এলাকায়। ট্রেন পরিচালক সেটি কখন টের পেয়েছেন বা তিনি কখন চালককে এই কথা জানিয়েছেন, তা রেল পুলিশ তদন্ত করছে। ট্রেনে আগুন লাগলে চালকের তা বুঝতে কিছুক্ষণ সময় লাগে। আমরা সবকিছু তদন্ত করব।

এই বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, আগুনের খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, বেনাপোল এক্সপ্রেসের ৫টি বগি একেবারে পুড়ে গেছে। ভয়াবহ অবস্থা। ভিতরে কী ঘটেছে বলা যাচ্ছে না। আমরা আগুন নির্বাপনে কাজ করছি।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *