রাজধানীতে দেড় ঘণ্টায় ৩ বাসে আগুন

অপরাধ ঢাকা রাজনীতি সারাদেশ
শেয়ার করুন

ডাক ডেস্ক : রাজধানীতে সকাল থেকে ৩টি বাসের আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। আগুন নেভানোর কাজ করেছে ফায়ার সার্ভিস। সকাল ৯টা ৬ মিনিট থেকে ১০টা ২৮ মিনিটের মধ্যে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার।

তিনি বলেন, সকাল ৯টা ৬ মিনিটে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শেকড় পরিবহনের একটি গাড়ির অগ্নিনির্বাপণ করে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট।

সকাল ১০টা ২২ মিনিটে মোহাম্মদপুর টাউন হল বাজার এলাকায় পরিস্থান পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের আগুন মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশি নিরাপত্তায় নির্বাপণ করে। পরে সকাল ১০টা ২৮ মিনিটের দিকে বংশালের তাঁতীবাজার মোড়ে বিহঙ্গ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগলে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশি নিরাপত্তায় আগুন নির্বাপণ করে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *