রাইস কুকারে দেড় কোটি টাকার স্বর্ণ, যুবক আটক

অপরাধ আন্তর্জাতিক জাতীয় সারাদেশ
শেয়ার করুন

ডাক ডেস্ক : অভিনব কায়দায় রাইস কুকারে লুকানো স্বর্ণেরবার। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রাইস কুকারে লুকানো প্রায় দেড় কোটি টাকার স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ৭টা ২৪ মিনিটে এয়ার এরাবিয়ার ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে স্বর্ণ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়েছে। তাঁর নাম মোহাম্মদ আলীর (৩৩)। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরে প্রক্রিয়াধীন।

বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার মো. আহসান উল্যাহ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে যাত্রী মোহাম্মদ আলীর লাগেজ তল্লাশি করা হয়। সেখানে একটি রাইস কুকারের ভেতর থেকে ২৪ ক্যারেটের ১ কেজি ৭০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

এই কর্মকর্তা আরও বলেন, রাইস কুকারের ভেতরের অংশ ভেঙে ফেলে সেখানে স্বর্ণগুলো নেওয়া হয়েছিল। ওপরে দেখতে রাইস কুকার মনে হলেও আসলে সেটি ছিল লোহার খাঁচা। স্ক্যানিংয়ে যাতে ধরা না পড়ে সে জন্য এ কৌশল নিয়েছিল।

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *