যে কারনে আবুধাবিতে খুন হলেন বিশ্বনাথের ফয়জুল হকের

অপরাধ বিশ্বনাথ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে নির্মাণাধীন ভবনে দায়িত্ব পালনকালে নির্মমভাবে খুন হন বিশ্বনাথের ফয়জুল হক।

সহকর্মীদের হামলায় ফয়জুল হকের মৃত্যু হয়েছে এমন খবর প্রথম দিকে জানা গেলেও তদন্তে আসল রহস্য বেরিয়ে এসেছে।

দুই সন্তানের জনক ফয়জুল হক আবুধাবির শামখা এলাকায় একটি বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মরত ছিলেন। দীর্ঘদিনের বিশ্বস্ততা ও সততার কারণে কোম্পানির মালামাল দেখভালের দায়িত্ব দেয়া হয় তাকে।
পবিত্র ঈদুল ফিতরের ছুটির সময় দায়িত্বে ছিলেন ফয়জুল। সেই সময় তাঁর দুই সহকর্মী ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা মালামাল চুরি করতে চাইলে বাধা দেন ফয়জুল। এতে ক্ষিপ্ত হয়ে ওই দুই সহকর্মী ঈদের পরদিন নামায পড়ার জন্য অজুরত অবস্থায় পেছন থেকে কাঠের মত কিছু দিয়ে মাথায় আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

ফয়জুল হক বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ভূরকি (পাক্কাবাড়ি) গ্রামের বাসিন্দা হাজী রইছ আলীর ছেলে।

এ ঘটনায় আবুধাবির পুলিশ তদন্ত শুরু করেছে। ফয়জুলের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা আছে। মরদেহ দেশে আনতে পরিবার বাংলাদেশ দূতাবাসের সহায়তায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ফয়জুল হকের মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সকলের মুখে একটাই প্রশ্ন সততা কি আজও নিরাপদ? স্বজনরা হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *