যুবকের লাশ নিয়ে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ করে জানাজা

ইসলাম ময়মনসিংহ
শেয়ার করুন

অনলাইন ডেস্ক :: ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তোফায়েল আহমেদ নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় নিহতের লাশ নিয়ে বিক্ষোভ ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।

সোমবার (১০ জুন) বেলা ১১টার দিকে উপজেলার সাইনবোর্ড এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। পরে মহাসড়কেই নিহতের জানাজা পড়েন স্থানীয়রা। এ সময় এলাকাবাসী ‘বাঁচার মতো বাঁচতে চাই, নিরাপদ সড়ক চাই’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দেন।

আরিফুল হক এরশাদ নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, অতিরিক্ত পিচ ঢালাইয়ের কারণে সম্প্রতি সাইনবোর্ড এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গত ১ জুন রাতে সড়ক দুর্ঘটনায় তোফায়েল আকন্দ গুরুতর আহত হন। পরে ৯ জুন রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ মুহূর্তে মহাসড়ক থেকে এ অপরিকল্পিত পিচ ঢালাই সরিয়ে না নিলে আমরা লাগাতার মহাসড়ক অবরোধ কর্মসূচি দেব।

ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, সড়ক বিভাগের পক্ষ থেকে দ্রুত সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *