যারা অস্ত্র জমা দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে-ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট

সারাদেশ সিলেট
শেয়ার করুন

অনলাইন ডেস্ক :: গত ১৫বছর জনগণকে দেওয়া বেসামরিক আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে সরকার। মেঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতের মধ্যে গোলাবারুদসহ এসব আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। কিন্তু সিলেটে এখন পর্যন্ত বেভিরভাগ আগ্নেয়াস্ত্র জমা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট জেলায় লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্রের ৬ শতাংশ এখন পর্যন্ত জমা পড়েছে।

পুলিশ ও জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, মহানগরী এলাকায় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সরকারি-বেসরকারি চাকরিজীবীদের কাছে ২৪৮টি আগ্নেয়াস্ত্র রয়েছে। এ ছাড়া জেলাতে লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র রয়েছে ৬৬৩টি। সবমিলে ৯১১ আগ্নেয়াস্ত্রের মধ্যে সোমবার পর্যন্ত ৫৬টি জমা পড়েছে। বাকিগুলো জমা হয়নি।

সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেন, ‘মহানগরীর ছয় থানায় লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র ২৪৮টি। এর মধ্যে সোমবার বিকাল পর্যন্ত ৫৬টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র জমা পড়েছে। বাকিগুলো জমা হয়নি। এসব আগ্নেয়াস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালানো হবে।’

সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার বলেন, ‘সরকারের নির্দেশনা পাওয়ার পরপরই আমরা থানাগুলোকে প্রচারণা চালানোর জন্য বলেছি। এসব আগ্নেয়াস্ত্র থানায় জমা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে প্রচারণা চালানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আগ্নেয়াস্ত্রগুলো থানায় জমা না দিলে সরকারের পরবর্তী নির্দেশনা আসার পর কাজ শুরু করবে পুলিশ।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যাদের লাইসেন্স দেওয়া হয়েছে, তাদের আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। এরই মধ্যে গস্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে, ৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হবে।

এ বিষয়ে সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুবর্ণা সরকার জানান, গত ১৫ বছরের লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র স্থগিত করেছে সরকার। সেইসঙ্গে সবাইকে নির্দিষ্ট সময়ের মধ্যে থানায় আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও বেশিরভাগ অস্ত্রধারী আগ্নেয়াস্ত্র থানায় জমা দেয়নি। আজ রাত ১২টা পর্যন্ত অস্ত্র জমা দেওয়ার শেষ সময়। আগামীকাল পূর্ণাঙ্গ হিসাব দেওয়া যাবে। এছাড়া বিভিন্ন থানায় কতগুলো অস্ত্র জমা পড়েছে তার হিসাবও মিলবে। তালিকা পাওয়ার পর যারা অস্ত্র জমা দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সুত্র সিলেটভিউ২৪ডটকম


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *