মাহে রামাদ্বানে আত্মত্যাগের মাধ্যমে তাকওয়ার গুণে গুণান্বিত হতে হবে -ছাত্রনেতা মুহাম্মদ আবুল কাশেম

Uncategorized
শেয়ার করুন

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখার সহ-সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ আবুল কাশেম বলেন,মাহে রামাদ্বানে আত্মত্যাগের মাধ্যমে মুমিনদেরকে মুক্তির পথ খুঁজে নিতে হবে। সমাজের অন্যায় কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে। তাই এ মাসে আত্মশুদ্ধি লাভের মাধ্যমে প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য অর্জন করা সবার নৈতিক দায়িত্ব।

গতকাল ১৯ রামাদ্বান শনিবার বাদ আছর রাজারগাঁও জামিউল উলুম দাখিল মাদরাসা কনফারেন্স হলে হাটখোলা ইউনিয়ন আল ইসলাহ ও তালামীযের যৌথ উদ্যোগে মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপরোক্ত কথাগুলি বলেন।

ইউনিয়ন আল ইসলাহ সভাপতি মাও. শিহাবুল হক শরীফের সভাপতিত্বে ও ইউনিয়ন তালামীযের সভাপতি সাদিক আহমদের পরিচালনায় ইউনিয়ন আল ইসলাহ’র সদস্য মাওলানা গোলাম রব্বানীর স্বাগত বক্তব্যের মাধমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন,সিলেট সদর (পূর্ব)উপজেলার সভাপতি ছাত্রনেতা শাহীন আহমদ,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট (পশ্চিম) জেলা তালামীযের সাবেক অফিস সম্পাদক মোঃ শাহাব উদ্দিন, সদর(পূর্ব) উপজেলা তালামীযের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হাই, ইউনিয়ন আল-ইসলাহ’র সাধারন সম্পাদক ডা.জুবায়ের আহমদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আল-ইসলাহ’র প্রচার সম্পাদক মাওলানা ফয়ছল আহমদ, অর্থ সম্পাদক হাফিজ গিয়াস উদ্দিন, রাজারগাও দাখিল মাদরাসার শিক্ষক বাতির আলী, ইউনিয়ন তালামীযের সহ-সভাপতি মাহবুব আহমদ, অর্থ সম্পাদক ইয়াছিন আলী, অফিস সম্পাদক রেদওয়ানুল হক রাজু, সদস্য মাহতাব হুসাইন,বদরুল আমিন,এহসানুল হক তালহা প্রমুখ।

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন জালালাবাদ আল ইসলাহ’র সভাপতি মাও হাফিজ আছকির আলী সাহেব।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *