মানবতার কল্যাণে কাজ করছে এশিয়া ছিন্নমুল ফাউন্ডেশন

Uncategorized
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন বিশ্বনাথ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এক সভায় বক্তারা বলেছেন, এদেশের অসহায়, গরীব, ছিন্নমূল মানুষ তথা মানবতার কল্যাণে কাজ করছে সংস্থাটি। বর্তমান সমাজ ব্যবস্থায় প্রভাবশালীদের দাপটে ক্ষতিগ্রস্ত হচ্ছে দূর্বল মানুষগুলো। অনেক সময় রাষ্ট্রের বিভিন্ন সংস্থা কর্তৃক মানুষের মানবাধিকার লঙ্গন হচ্ছে। এমন পরিস্থিতিতে এশিয়া ছিন্নমূল মানবাধিকার ফাউন্ডেশন গত দুই যুগ ধরে নিরলসভাবে মানুষের সেবায় কাজ করছে। মানুষের মানবাধিকার রক্ষা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু সরকারের পাশাপাশি সচেতন মহল দেশের প্রত্যন্ত অঞ্চলে অবহেলিত মানুষের মৌলিক অধিকার ব্যহত হচেছ কিনা, তা তথ্য উপাত্ত সংগ্রহ করে মানুষকে সহায়তা করা সংগঠনের মুল দায়িত্ব। সকলে মিলে এদেশের মানুষের অধিকার রক্ষা ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সচেতন মহলের প্রতি আহবান জানানো হয়।
২২ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে বিশ্বনাথ উপজেলা পরিষদ হলরুমে বিশ্বনাথ উপজেলা কমিটির অভিষেক ও অসহায় দুস্তদের মধ্যে কম্বল বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন বিশ্বনাথ উপজেলা কমিটির সভাপতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
প্রধান অতিথি’র বক্তব্য রাখেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিষ্ট ও সিলেট জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এএইচএম ফিরোজ আলী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামীলীগের সাধারন সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ। বক্তব্য রাখেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি আব্দুস সোবহান সানী, সাধারন সম্পাদক এডভোকেট ফয়জুর রহমান, সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল।
আবু বক্কর হোসাইনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াহিদ, রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজের গভর্নি বডির সাবেক সভাপতি ডাঃ শাহনুর হোসাইন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাধারন সম্পাদক নবীন সোহেল, দৈনিক ইত্তেফাক ও সবুজ সিলেট পত্রিকার বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি তজমুল আলী রাজু, আশার আলো ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি সালেহা বেগম, শিক্ষিকা বাহার বেগম, রীমা বেগম প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ছাইদ আহমদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন জামাল আহমদ।
অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন আজিজুল ইসলাম, নিজামুল ইসলাম, আব্দুল মছব্বির, জয়নাল আবেদিন, আব্দুল হক প্রমুখ। সংবর্ধিত অতিথি ফ্রান্স আওয়ামীলীগের সাধারন সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছকে সংগঠনের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে অর্ধশতাধিক দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *