নিজস্ব প্রতিবেদক: বিশ্বনাথ থানা পুলিশের কঠোর দৃষ্টি এখন মাদকের বিরুদ্ধে। ইতিপূর্বে প্রকাশ্যে ইয়াবা, মদ, গাঁজা চোরাচালানের মতো ব্যবসা থাকলেও এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। বর্তমান ওসি গাজী আতাউর রহমান যোগদানের পর মাদক ব্যবসায়ীদের তথ্য-উপাত্ত সংগ্রহ করতে থাকেন। কিছুদিন পূর্বে ইয়াবা ব্যবসার সাথে জড়িত তবারক নামের এক ইয়াবা সম্রাটকে খুনের ঘটনায় গ্রেফতার করেন। ২৪ আগষ্ট মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানা পুলিশ লামাকাজী ইউনিয়নের আতাপুর গ্রাম এলাকার সুরমা নদীর পাড় থেকে লক্ষাদিক টাকা মূল্যের ১৮৫ বোতল ভারতীয় মদ আটক করে। আটককৃত সোহেল ও আনহার আলী দৌলতপুর ইউনিয়নের ছত্তিশ গ্রামের বাসিন্দা। সোহেলের পিতার নাম ফিরোজ বক্স ও সিএনজি চালক আনহার আলীর পিতার নাম আকবর আলী। নৌকাযোগে অতিকৌশলে একটি ইঞ্জিন চালিত নৌকা যোগে তারা মদ বহন করছিল। মদের এই চালান নদী দিয়ে যাচ্ছে গোপনে এমন সংবাদ পেয়ে আতাপুর এলাকায় পুলিশ উৎপেতে থাকে এবং মদসহ তাদেরকে আটক করে।
গত কয়েক বছর ধরে বিশ্বনাথে মাদকের ব্যবসা জমজমাট হলেও বড় ধরনের কোন অভিযান পরিচালনা করা হয়নি। ইতিপূর্বে র্যাব বিভিন্ন সময় কিছু মাদক ব্যবসীদের আটক করেছে। বর্তমান সময়ে মাদক ব্যবসায়ীর সংখ্যা অনেক বেড়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে কঠোর কোন ব্যবস্থা বা অভিযান পরিচালনা না করায় অনেক এলাকায় নতুন প্রজন্ম মাদকাসক্ত হচ্ছে। ইতিমধ্যে বিশ্বনাথের ডাক ২৪ ডটকমের পক্ষে অনুসন্ধান করে মাদক বিস্তারের তথ্য সংগ্রহ করা হয়েছে। শীঘ্রই বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হবে।