অনলাইন ডেস্ক :: ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হওয়ায়,ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিংকে রাজধানী দিল্লির একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ৮টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।
সর্বশেষ খবর জানা পর্যন্ত, দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এআইআইএমএস) ভর্তি করা হয়েছে মনমোহন সিংকে।
দিল্লির একাধিক সূত্র বলেছে, ৯২ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীকে রাত ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তাকে হাসপাতালে ভর্তির কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তারা।