নিজস্ব প্রতিনিধি : বিশ্বনাথ প্রতিনিধি শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে অনুষ্ঠিত বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
মঙ্গলবার রাতে পরিদর্শনকালে প্রেসক্লাব নেতৃবৃন্দ বিভিন্ন পূজা মন্ডপের আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্বেচ্ছাসেবক টিমের কার্যক্রম’সহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপনের নেতৃত্বে পরিচালিত পরিদর্শনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি তজমুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বর্তমান কোষাধ্যক্ষ নূর উদ্দিন, সদস্য নূরল ইসলাম, প্রাথমিক সদস্য আব্দুুস সালাম মুন্না, সুজিত দেব, শিক্ষানবিস সদস্য মোস্তাক আহমদ মোস্তফা প্রমুখ নেতৃবৃন্দ।