বিশ্বনাথ পৌরসভার কাউন্সিলার ফজর আলী জেল হাজতে

অপরাধ বিশ্বনাথ সিলেট
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ পৌরসভা ২নং ওয়ার্ডের কাউন্সিলার ফজর আলী এখন জেলে। অপর কাউন্সিলার রফিক হাসানের দায়েরী একটি মারামারির মামলায় ১০জন আসামি সিলেটের জুডিমিয়াল ম্যাজিস্ট্রেট দিলরুবা ইয়াছমিনের আদালতে আজ (৬জুন) বৃহস্পতিবার হাজির হয়ে জামিনের আবেদন করলে শূনানী শেষে আদালত ৯জন আসামির জামিন মঞ্জুর করেন এবং আসামি ফজর আলীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এ তথ্যটি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবি সুমন পারভেজ।

বিশ্বনাথ নবগঠিত পৌরসভার মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে ৯জন কাউন্সিলারের মধ্যে ৭জন কাউন্সিলার সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে অনাস্থা প্রস্তাব দাখিল করেন। কাউন্সিলার ফজর আলী মুহিবুর রহমানের পক্ষে ছিলেন। গত ২৮এপ্রিল মুহিবুর রহমান ও কাউন্সিলারগন ৫০গজের মধ্যে পৃথক দুটি প্রতিবাদ সভার করেন। এতে উভয় পক্ষের মারামারিতে ১০জন আহত হন। এ ঘটনায় কাউন্সিলার রফিক হাসান বাদী হয়ে ফজর আলীসহ ২৯জনের বিরুদ্ধে দন্ডবিধি আইনের ৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/৩৮০/৪২৭/১৪৩/৫০৬/১১৪ধারামতে গত ২মে মামলাটি দায়ের করা হয়। ফজর আলী থানা সদর এলাকার অত্যন্ত ধাপটের সাথে চলাফেরা করলেও তাঁকে গ্রেফতার করা হয়নি।

পৌরসভার ২নং ওয়ার্ডে মোল্লআর গাঁও গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র ফজর আলী একসময় টোকাই প্রকৃতির ছেলে ছিল। ছোট বেলায় সংসারে অভাব অনটনের কারনে অপরাধের সাথে জড়িত হয়ে পড়ে। ২০০১সালের পর একজন সাংসদের হাত ধরে তার রাজনীতির উত্থান ঘটে। কিছুদিন সে টেম্পু ও পরে বাসের হেলপার ছিল। এক পর্যায়ে বিশ^নাথ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মজম্মিল আলীর হাত ধরে বিশ^নাথ থানা সদরে আসা-যাওয়া করে। তারপর আর তার পেছনের দিকে তাকাতে হয়নি। বিশ্বনাথ খাদ্য, কৃষি পিআইও ও ইঞ্জিনিয়ার অফিসে ধাপটের সাথে টেন্ডাবাজি শুরু করে। এতে সে বিরাট সম্পদশালি হয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায়। ২২সালের ২নভেম্বর প্রথম পৌরসভার নির্বাচনে বিপুল পরিমান টাকা খরচ করে ২নং ওয়ার্ডের কাউন্সিলার নির্বাচিত হয়। একসময় মেয়র মুহিবুর রহমানের চরম বিরুধী থাকলেও নির্বাচনের পর ফজর আলীকে মুহিবুর রহমান তাঁর পুত্র হিসেবে বরণ করেন। কিছুদিন পূর্বে এক সভায় ফজর আলী বলেছিল সে শুধু তার ২নং ওয়ার্ড নিয়ন্ত্রণ করেনা, পুরো বিশ^নাথ নিয়ন্ত্রন করে। তার এমন কু-রুচিপূর্ণ বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়ে যায়।  ফজর আলী জেল হাজতে যাওয়ার খবরে বিশ্বনাথে মিষ্টি বিতরণসহ লোকজন আনন্দ উল্লাস করছেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *