ডাক ডেক্স : জনগুরুত্বপূর্ণ বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক পাকা হলেও এখন রাস্তাটি পুকুরের মত গর্ত হওয়ায় ভাসমান বানের পানির মত দেখা যাচ্ছে। রাস্তা দিয়ে ছোট বড় কোন ধরনের যানবাহন চলাচলের কোন সুযোগ নেই। রিকসা অটোরিকসা সহ ছোট ছোট যানবাহন গর্তে পড়ে আটকে গেলে যাত্রীরা গাড়ি থেকে নেমে ঠেলা-ধাক্কা দিয়ে বাহনটি গর্ত থেকে তুলতে হয়।
রাস্তায় ৪/৫ ফুট পরপর গোলাকার গর্ত থাকায় বড় বড় গাড়ির চাকা গর্তে আটকা পড়ে যাওয়ায় যান জটের সৃষ্টি হয়। এমনকি প্রতিদিন ছোট ছোট দূর্ষটনা ও গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। এক সপ্তাহের বৃষ্টিপাতে রাস্তায় মারাত্বক ধরনের ভাঙ্গন শুরু হয়েছে। গাড়ির চাকার ঘষায় পাথর ছুটে বড় বড় গর্ত হচ্ছে। বলতে গেলে কোন কোন স্থানে পাকা রাস্তার কোন চিহ্ন দেখা যাচ্ছেনা। যাত্রীরা ভয়ে চলাচল করছেন।
রাস্তার এমন দূর্দশার কারনে পরিবহন শ্রমিকরা (১৪জুলাই) রবিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য যান চলাচলা বন্ধ ঘোষণা করেছে।
ইতিপূর্বে স্থানীয় জনসাধারণ ও গণমাধ্যমে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও কতৃপক্ষের কোন টনক নড়ছেনা।