নিজস্ব প্রতিবেদক : বিশ্বনাথ উপজেলার উত্তর পশ্চিম ও ছাতক উপজেলার পূর্ব দক্ষিণ অঞ্চলের সীমান্তবর্তী লাকেশ্বর-সোনালি বাংলা বাজার পাকা সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার বা মেরামত না হওয়ায় সড়কের মধ্যখানে বড়-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ রাস্তা দিয়ে ছোট খাটো যান চলাচলত দুরে থাক পায়ে হেঁটে মানুষ চলাচল করতে পারছেনা।
বিশ্বনাথ উপজেলার দৌলতপুর রামপাশা লামাকাজি ও ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়ন এবং মইন পুর আলমপুরসহ প্রায় ৩০/৪০টি গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে আসা-যাওয়া করে থাকেন। ১৯৯৬সালে সাবেক সাংসদ মরহুম বীর মুক্তিযোদ্ধা শাহ আজিজুর রহমান ও সাংসদ মুহিবুর রহমান সোনালি বাংলা বাজারে এক জনসভায় যৌথভাবে রাস্তাটি পাকা করনের উদ্যোগ গ্রহণ করেন এবং পরবর্তীতে রাস্তাটি পাকা করণ করা হয়। দীর্ঘ প্রায় ২৬ বছরেও এই রাস্তাটি মেরামত না হওয়ায় যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাবাসি প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীও সিলেট দোয়ারা বাজার আসনের এমপি মুহিবুর রহমান মানিকের নিকট রাস্তাটি জরুরী বিভিত্তে মেরামতের দাবি জানিয়েছেন।