নিজস্ব প্রতিবেদক :: শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে অনুষ্ঠিত পূজা মন্ডপগুলো পরিদর্শন করেছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত চলা পরিদর্শনকালে বিভিন্ন মন্ডপের সার্বিক খোঁজ-খবর নেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। শ্রী শ্রী শনি মন্দির পূজা মন্ডপ থেকে ওই পরিদর্শন শুরু হয়ে দিঘলী শিব ও দুর্গা বাড়ি পূজা মন্ডপে গিয়ে শেষ হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভুর নেতৃত্বে সম্পন্ন হওয়া পরিদর্শন দলে উপস্থিত ছিলেন রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক নবেন্দ্যু জ্যোতি দে, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যকরী সদস্য নিশি কান্ত পাল, জ্যোতির্ময় দে মতি, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক কাজল মালাকার, পূজা বিষয়ক সম্পাদক সুমন দে, লামাকাজী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত চন্দ্র দে, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি নেপাল কুমার দে, সাধারণ সম্পাদক চন্দন দে, জেলা যুব ঐক্যের সহ সভাপতি দিপন আচার্য্য, উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দ মালাকার, উপজেলা যুব ঐক্যের সহ সভাপতি বিজয় চন্দ্র দে, উপজেলা ছাত্র ঐক্যের সভাপতি অমিত দেব, সহ সভাপতি প্রবীর দে, সাধারণ সম্পাদক রাসেন্দ্র দাশ রাজীব প্রমুখ নেতৃবৃন্দ।