নিজস্ব প্রতিদেবক : বিশ্বনাথ উপজেলা পরিষদের গত ৮মে’র নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সেবুল আহমদ এক সাংবাদিক সম্মেলনে ভোট কারচুপি ও জাল ভোটের অভিযোগ এনে নির্বাচন স্থগিত করে পুননির্বাচনের দাবি করেছেন। নির্বাচনের ফলাফল ঘোষনার ২দিন পর আজ (১০ মে) শুক্রবার বিকেলে একটি হোটেলে সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন।
প্রশ্নবিদ্ধ এ নির্বাচনের জন্য তিনি উপজেলা ও দেশবাসির নিকট বিচার দাবি করেন। তিনি বলেন, সকল ইউনিয়নে ৩০-৩১ভাগ ভোট কাস্ট হলে খাজাঞ্চি ইউনিয়নে ৯০-৯৫ভাগ ভোট কাস্ট হয়েছে। চন্দ্রগ্রাম, নোয়ারাই, কান্দিগ্রাম, মীরের চর-১, মীরের চর-২, আশুগঞ্জ বাজার, আল-আজম, সিংরাওলী সেন্টারে প্রশাসনকে ম্যানেজ করে তার এজেন্টকে বের করে দিয়ে টেবিল কাস্ট করা হয়েছে। নোয়ারাই ও কান্দিগ্রাম সেন্টারে প্রিজাইটিং অফিসারকে ১ঘন্টা তালাবদ্ধ করে রাখা হয়। প্রশ্নবিদ্ধ এ নির্বাচনে জাল ভোট ও কারচুপির জন্য দেশবাসি ও উপজেলা বাসির নিকট বিচার দাবি করেন। তিনি বলেন, আমি একজন প্রবাসি নির্বাচন কমিশন সুষ্টু নির্বাচনের আশ্বাস দেয়ায় নির্বাচনে অংশ গ্রহণ করি। আমার দোয়াত কলম প্রর্তীকের গণজোয়ার সৃষ্টি হলে উপজেলা প্রশাসন বিজয়ী প্রার্থীর নিকট থেকে সুবিধা নিয়ে রাত ১টায় নাটক সাজিয়ে তাকে বিজয়ী ঘোষনা করে। তিনি ফলাফল বাতিল করে পুন ভোটের দাবি করেন।