বিশ্বনাথে ৮ যুবকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে চেয়ারম্যানের মামলা

Uncategorized
শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের ৮ যুবকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি দায়ের করেছেন লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া। গত ২১ জুলাই বিশ্বনাথ থানায় এঅভিযোগ দায়ের করা হয়, (অভিযোগ নং-৪৯২, তারিখ ২১/০৭/২০২০ইং)। অভিযোগটি তদন্তের জন্য থানা পুলিশ আদালতের অনুমতি পেয়েছে। অভিযুক্তরা হচ্ছেন, সাঙ্গীরাই (মোল্লাগাঁও) গ্রামের মৃত চমক আলীর পুত্র আকমল হোসাইন (২৮), উদয়পুর গ্রামের তাজ উদ্দিনের পুত্র আবুল কাশেম নুমান, এমআই কলিম (২১), হাসান আল মামুন (২২), মাহমুদ নুর (২৫), রহিম উদ্দিন রুমন (২৬), এম মিজানুর রহমা, হালিম উদ্দিন। এদের বিরুদ্ধে অভিযোগটি থানা পুলিশ প্রথমে সাধারণ সায়েরীভূক্ত করে এবং ২২ জুলাই তদন্তের জন্য আদালতে অনুমতির একটি প্রতিবেদন দাখিল করেন তদন্তকারি কর্মকর্তা গোপেশ চন্দ দাস।


বাদি তার অভিযোগে উল্লেখ করেন যে, চানপুর গ্রামের লাল মিয়ার পুত্র সাজ্জাদ আহমদ লামাকাজি ইউনিয়নের উদ্যোক্তা হিসেবে ৪ বছর ধরে নিষ্টা ও সততার সহিত দায়িত্ব পালন করে আসছেন। যে কারনে লামাকাজি ইউনিয়ন পরিষদের সামনে ব্যাংক এশিয়া শাখার উদ্যোক্তা হিসেবেও নিয়োগ দেয়া হয় সাজ্জাদ হোসেনকে। কিন্তু ১নং আসামি আকমল হোসাইন তার নিজের ফেইসবুক আইডিতে লিখেন, ‘চেয়ারম্যান তার আজ্ঞাবহ বহিরাগত একটি দূর্নীতিবাজ ছেলেকে নিয়োগ দিয়ে দূর্র্নীতি ও লোটপাট করছেন। গরিব অসচ্চল মানুষের বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতা, মাতৃত্বকালিনভাতা সময়মত না দিয়ে টালবাহানা করছেন এবং এসব দূর্নীতিবাজদের সকল অপকর্ম ও ব্যাংক এশিয়া সরিয়ে নেয়ার অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান করেন আকমল হোসাইন। তার আহবানে অন্যান্য অভিযুক্তরা তাদের ফেইসবুকে এসব কটুক্তি অপমানজনক ও মানহানিকর কথা শেয়ার। অভিযুক্তদের এসব অপমানজনক কর্মকান্ডে বাদি কবির হোসেন ধলা মিয়া মানুষিকভাবে ভেঙ্গে পড়েন এবং হেয়পতিপন্ন হয়েছেন মর্মে অভিযোগে উল্লেখ করেন।


এ ব্যাপারে তদন্তকারি কর্মকর্তা গুপেশ চন্দ দাস এই প্রতিবেদককে বলেন, আদালত থেকে তদন্তের অনুমতি পেয়েছি, প্রতিবেদন দাখিলের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *