বিশ্বনাথে ৬ বছরের শিশু ধর্ষণ, অটোচালক গ্রেফতার

অপরাধ বিশ্বনাথ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মোবাশ্বির আলী (৩৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালককে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার সদর ইউনিয়নের হিমিদপুর গ্রামের মৃত মজমিল আলীর ছেলে।
বুধবার (১২ মার্চ) দুপুর ২টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ভিকটিম শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, ভিকটিম একই এলাকার ভাড়াটে বসবাসকারী জনৈক টমটম চালকের শিশুকন্যা। গত সোমবার (১০ মার্চ) বিকেল ৫টায় বাসার সামনেই খেলা করছিলেন শিশুটি। এসময় টাকা দিয়ে কৌশলে অন্য শিশুদের দোকানে পাঠিয়ে বাসার ভেতর নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে মোবাশ্বির আলী। ঘটনার সময় গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন ভিকটিমের পিতা। গতকাল (মঙ্গলবার) রাতে বাসায় ফিরে পরিবার ও মেয়ের কাছ থেকে ঘটনাটি শুনে বুধবার সকালে বিশ্বনাথ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ মামলা আমলে নিয়ে তাৎক্ষণিক অভিযুুক্তকে গ্রেফতার কর হয়।
শিশুর পিতা জানান, ‘আমি গ্রামের বাড়িতে ছিলাম। এই সুযোগে সে আমার মেয়েকে পাশবিক নির্যাতন করেছে। আমি এর উপযুক্ত বিচার চাই।
মামলা দায়ের ও গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুুরী বলেন, ‘আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *