বিশ্বনাথে ৫ শতাধিক মানুষ পেল ফ্রি চক্ষু চিকিৎসা সেবা’

বিশ্বনাথ সিলেট স্বাস্থ্য
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথ ‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র কল্যাণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়েছেন ৫ শতাধিক ব্যক্তি। শনিবার (১৭ মে) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার ‘দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ’-এ বার্ডের সার্বিক সহযোগীতায় ও ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ‘৫ম ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প’র মাধ্যমে দৌলতপুর ইউনিয়নের অসহায়-দরিদ্র পরিবারের সদস্যদের বিনামূল্যে ওই চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ‘৫ম ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প’র আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহযোগী অধ্যাপক ও ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. শামসুল ইসলাম। ট্রাস্টের ‘৫ম ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প’-এ বিনামূল্যে সেবা গ্রহনকারী ৫ শতাধিক ব্যক্তির মধ্যে ৫০ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন, ২০০ জনকে বিনামূল্যে চশমা প্রদান ও অন্যান্য সেবা গ্রহনকারীদেরকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

ট্রাস্টের বাংলাদেশ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার শফিক আহমদ পিয়ারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সহকারী ট্রেজারার আব্দুল হামিদ খান সুমেদ, ইসি মেম্বার হানিফ আহমদ খান, ট্রাস্টি শেখ কদর আলী, বার্ডের কর্মকর্তা রেজাউল করিম রেজা, সংগঠক আব্দুল মোমিন কালু।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মুক্তার আলী, স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের বাংলাদেশ কমিটির সদস্য হাসানুজ্জামান এবং শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা লুৎফুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টি হাজী জুনাব আলী, বেলাল আহমদ, রজব আলী রাজু।

এসময় অনুষ্ঠানে উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার লুৎফুর রহমান, ৮নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম আজাদ, সমাজসেবক মকসুদ আহমদ, হাসান মাহমুদ রিপন, আরকান আলী রাজা, জাকির হোসেন ডন, হাসান আহমদ, মিজান উদ্দিন, সাঈদ মিয়া, মারজান আহমদ, মারুফ মিয়া, আবিদ খান, সামাদ খান, আরিফ খান, মিলন মিয়া, আকাশ আহমদ, জাহেদ মিয়া, রুহেল আহমদ, তানবীর আলী, লিলু মিয়া, বাদল বিশ্বাস প্রমুখ’সহ এলাকার গন্যমান্য ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দেশমাতৃকার টানে প্রবাসীরা নিজের কষ্ঠার্জিত অর্থ দিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ২০১০ সালে মানসেবার লক্ষ্যে প্রতিষ্ঠিত ট্রাস্টটি দেশের শিক্ষা’সহ আর্থ-মানবতার সেবায় সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। সকলের সার্বিক সহযোগীতা অব্যাহত থাকলে ওই ট্রাস্টের কার্যক্রম আরোও অনেক দূর এগিয়ে যাবে। তাই প্রবাসীরা যাতে সব সময় নিজেদের পরিবার-পরিজন নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন ও বেশি বেশি করে অর্থ উপার্জন করতে পারেন সেজন্য আমাদের মন থেকে দোয়া করতে হবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *