নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে হাওর অঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ২৫০জন হত–দরিদ্র নারী–পুরুষদের স্বাবলম্বী হতে সরকারি অর্থায়নে হাঁস, হাঁসের খাবার ও থাকার ঘর বিতরণ করা হয়েছে।
আজ (২৬মে) শনিবার দিন ব্যাপি উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে প্রত্যেককে ১৫টি হাঁস, ৫০কেজি দানাদার খাবার ও ১টি করে হাঁসের ঘর বিতরণ করা হয়।
উপজেলা প্রাণী সম্পদ কর্তকর্তা ডা: নাহিদ নাওরিন সুলাতানা বলেন, সরকার দেশের হাওর অঞ্চলে বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নত ও পুষ্টির চাহিদা পূরণ এবং তাদেরকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার জন্য হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় হাঁস-হাঁসের ঘর ও খাবার বিতরণ করে যাচ্ছে। হাঁসের খামার করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। হাঁস মূলত হাওরের জলজ কীট-পতঙ্গ, ঘাস, শামুক ও ছোট মাছসহ নানান ধরনের প্রাকৃতিক খাদ্য খায়। আর বর্ষাকালে হাওরের পানিতে এসব খাদ্য বেশি পাওয়া যায়। এতে হাঁস পালন লাভ জনক।
হাঁস বিতরণের পূর্বে সুফলভোগীদের প্রশিক্ষণও দেয়া হয়েছে।