বিশ্বনাথে ২৫০ পরিবার পেল সরকারি অর্থায়নের হাঁস ও ঘর  

বিশ্বনাথ শিক্ষা সিলেট
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে হাওর অঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ২৫০জন হতদরিদ্র নারীপুরুষদের স্বাবলম্বী হতে সরকারি অর্থায়নে হাঁস, হাঁসের খাবার ও থাকার ঘর বিতরণ করা হয়েছে।

আজ (২৬মে) শনিবার দিন ব‌্যাপি উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে প্রত‌্যেককে ১৫টি হাঁস, ৫০কেজি দানাদার খাবার ও ১টি করে হাঁসের ঘর বিতরণ করা হয়।

উপজেলা প্রাণী সম্পদ কর্তকর্তা ডা: নাহিদ নাওরিন সুলাতানা বলেন, সরকার দেশের হাওর অঞ্চলে বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নত ও পুষ্টির চাহিদা পূরণ এবং তাদেরকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার জন্য হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় হাঁস-হাঁসের ঘর ও খাবার বিতরণ করে যাচ্ছে। হাঁসের খামার করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। হাঁস মূলত হাওরের জলজ কীট-পতঙ্গ, ঘাস, শামুক ও ছোট মাছসহ নানান ধরনের প্রাকৃতিক খাদ্য খায়। আর বর্ষাকালে হাওরের পানিতে এসব খাদ্য বেশি পাওয়া যায়। এতে হাঁস পালন লাভ জনক।

হাঁস বিতরণের পূর্বে সুফলভোগীদের প্রশিক্ষণও দেয়া হয়েছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *